রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট: March 25, 2023 |
inbound664940925732566839
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন আসন্ন নির্বাচনে জাতীয় দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী ঘোষণা করেন দলটির একাংশের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে প্রার্থী ঘোষণা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সচিব ইকবাল হোসেন।

‘জাতীয় পার্টি সব সময় নির্বাচন মুখি দল। আগামী সিটি করপোরেশন নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহন করতে চাই।

সে ক্ষেত্রে দলের হাই কমান্ড থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে নির্বাচন করতে বলা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ সংবাদ সম্মেলন করে শাহাবুদ্দিন বাচ্চুকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হলো।’

সংবাদ সম্মেলনে শাহবুদ্দিন বাচ্চু বলেন, ‘নিজের ভাগ্যের পরিবর্তন নয়, জনসাধরণের ভাগ্যের পরিবর্তন চাই; এই শ্নোগান সামনে নিয়ে জাতীয় পার্টি এবার রাজশাহী সিটি নির্বাচনে মাঠে থাকবে।

জাতীয় পার্টি সব সময় নির্বাচন মুখি দল। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া ও হাই কমান্ডের নির্দেশে আমি নির্বাচনে থাকার প্রস্তুতি নিয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম পল্টু, মহানগর আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন, মিলন হোসেন, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মিনারুল ইসলাম, মোহনপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বদিউজ্জামান, বাগমারা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসনাত, পুঠিয়া উপজেলার আহবায়াক মাসুদুজ্জামান, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রায়হান প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর