বগুড়ায় কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট: March 28, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নকল প্রসাধনী সামগ্রী তৈরির অভিযোগে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ মার্চ) বিকালে বগুড়া শহরের নারুলী এলাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্য়লয় এক অভিযান চালিয়ে কলিন্স কসমেটিকসকে এ জরিমানা করেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, বগুড়া শহরের নারুলী বাজার এলাকায় কলিন্স কসমেটিকস নামে প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্রান্ডের কামেটিকস/পারফিউমের খালি কৌটায় নিজস্ব তৈরী কসমেটিকস পারফিউম ভর্তি করে বাজারজাত করছিল।

অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন কলিন্স সত্যতা স্বীকার করেন।

পরে নকল কসমেটিকস তৈরির করার কারণে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর