নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার ভোট চাইলেন সালমা ওসমান লিপি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপির সাথে বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে কাউন্সিলর সাদরিলও নৌকার পক্ষে মিছিল করে ভোট চেয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় একই আসনের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাদরিল সালমা ওসমান লিপিকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার পক্ষ্যে মিছিল করে ভোট চান। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটের সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের বাড়িতে যান। এসময় গিয়াসউদ্দিনের সহধর্মিণী ও কাউন্সিলর সাদরিলের সাথে প্রায় ৫০ মিনিটের রুদ্ধদার বৈঠক করেন। পরে সালমা রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম ওসমানে সহধর্মিণী সালমা ওসমান লিপি।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকেয়া রহমান, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা মো. নাসির খান ও স্থানীয় নেতৃবৃন্দ।