নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট: March 30, 2023 |
inbound8538426439438706500
print news

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত আয়নাল হক উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, দুপুর আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা বোরো ক্ষেত দেখতে যান। এ সময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারোমারী খ্রিষ্টান মিশনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর