সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণ গেল ৪ জনের

আপডেট: April 3, 2023 |
ছবি 4
print news

সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। আহত হয়েছে ৬ জন। শনিবার দিবাগত রাত থেকে রবিবার পর্যন্ত পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। এর মধ্যে একজন কলেজ ছাত্র রয়েছে।

কেরানীগঞ্জ: রাজধানীর পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে কাভার্ডভ্যানের চাপায় সালাম সিদ্দিক ফরহাদ নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে, বাবার নাম আমির হোসেন। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় থাকতেন।

নিহতের বন্ধু তানভির মৃধা জানান, ইফতারের পর তারা ৬ বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে ঘুরতে বের হন। মাওয়া ঘাটে গিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে শাওলিনের আঘাত গুরুতর না বলে জানান তিনি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাসের চাপায় সুদ্বীপ্ত বিশ্বাস নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় দোলা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস কলেজ ছাত্র সুদীপ্ত বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত কলেজ ছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

ফেনী: ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের পাঠাননগর কন্ট্রাকটার মসজিদ নামক স্থানে শনিবার রাতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিগার সুলতানা নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

নিহত ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবীপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। একই দুর্ঘটনায় তার স্বামী ও মেয়ে আহত হন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

পুলিশ জানায়, তারা অটোরিকশায় করে ফেনী শহরে যাচ্ছিলেন। পথে পাঠাননগর কন্ট্রাকটার মসজিদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গৃহবধূ নিগার সুলতানা, তার স্বামী জসিম উদ্দিন ও মেয়ে আহত হন।

সিরাজগঞ্জ: বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আব্দুল মান্নান ঘটনাস্থলে নিহত হন। রবিবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হন ভ্যানে থাকা অপর ৩ যাত্রী। তাদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে গুরুতর যাত্রীর নাম জানা যায়নি। অপর দুজন হলেন উপজেলার হেমন্তবাড়ি গ্রামের আন্না খাতুন ও শামীরা খাতুন।

Share Now

এই বিভাগের আরও খবর