মাদকবিরোধী ৩৭০ অভিযানে গ্রেফতার ৮৬

আপডেট: April 3, 2023 |
ছবি 3
print news

চট্টগ্রাম নগরীতে মার্চ মাসে ৩৭০টি মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো। এতে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৮১টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবিহকতায় গেল মার্চ মাসে নগরীর বিভিন্ন স্থানে ৩৭০টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এতে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৮১টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তাদের কাছ থেকে ৪২ হাজার ৮৪ টি ইয়াবা, ৮ কেজি ২৩২ গ্রাম গাঁজা ও ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর