রাজশাহীতে একশ’ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩

আপডেট: December 18, 2018 |
print news

রাজশাহীর গোদাগাড়ীতে একশ’ ভরি স্বর্ণসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী নামক স্থানে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে স্বর্ণ উদ্ধার করা হয়। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তিরমোড়ের ওসমান গনি (৩৫), পার্শ্ববর্তী হারুপুর মহল্লার ইসারুল ইসলাম (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের ডালিম (২৫)।

ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিশালবাড়িতে ভোর ৫টার দিকে তল্লাশি শুরু করে। এসময় একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালালে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারে ১০ ভরি করে স্বর্ণ আছে বলে গ্রেফতারকৃতরা জানান।

ওসি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওসমান কাতার প্রবাসী। তিনি মাঝে মধ্যেই চোরাইপথে দেশে সোনা নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর