প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়দের ঈদ উপহার দিলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
আজ দুপুরে কুলাউড়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের জন্য শাড়ি-লুঙ্গি, প্রতিবন্ধি বাচ্চাদের জন্য হুইল চেয়ার, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ (মেয়র কুলাউড়া পৌরসভা),কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ,জেলা পরিষদ সদস্য, বদরুল আলম সিদ্দিকী নানু,টিলাগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক (চেয়ারম্যান)রাউৎগাও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ আলী, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোদাব্বের হোসেন ঝুমন,,
পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, রাউৎগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ,রাউৎগাও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি সহ প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি -সম্পাদক সহ আরো অনেকে ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ,যুবলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাউৎগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান জনাব আকবর আলী সোহাগ।
অনুষ্ঠান পরিচালনা করেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো:খায়রুল আলম মিঠু।