বীরগঞ্জে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক পিজি সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা ছাগল পিজি ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালাটি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম শাহ্।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. তমা মনি।
এসময় প্রশিক্ষণার্থী পিজি সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।