শেষ হলো পুরুষ’র শুটিং

আপডেট: April 7, 2023 |
BRAC Bank All Female Sales Team Photo 1
print news

ঢাকার কয়েকটি লোকেশন এর শেষ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরুষ এর শুটিং।ফিল্ম মেকার মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে বাস্তবমুখী গল্পে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘পুরুষ’ । এটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদুল ইসলাম রাশেদ ।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ম ম মোর্শেদ।

তিনি বলেন, গল্পের মন ভালো থাকলে দর্শকরা দেখে যেমন আনন্দিত তেমন অভিনেতারাও কাজ করে তৃপ্তি পায় । ব্যতিক্রম ধর্মী একটা গল্প ছিল পুরুষ।

অভিনেতা ম ম মোর্শেদের সহশিল্পী হিসেবে ছিলেন ডালিম ঢালী ।

স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘পুরুষ’ সম্পর্কে পরিচালক বলেন, ফিল্ম মেকার প্রোডাকশনের এ নির্মাণটি দেখার পরে ভালো মন্দের বিচার করবে দর্শক ।বরাবরই চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার।

নির্বাহী প্রযোজক ডাঃ জুয়েল রানা বলেন, যথেষ্ট মান বজায় রেখে পুরুষের শুটিং সম্পন্ন করেছি । আশা করি গল্পটি সবার ভালো লাগবে ।

 

Share Now

এই বিভাগের আরও খবর