মোংলা বন্দরের ভূয়া চাকরি দাতা প্রতারক আজিজুল ইসলাম গ্রেফতার

আপডেট: April 8, 2023 |
inbound1144672530456372721
print news

বাগেরহাট প্রতিনিধিঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের ভূয়া নিয়োগ পত্র তৈরী কারক মো: আজিজুল ইসলাম (২৭) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। আটক প্রতারক আজিজুল সাতক্ষীরা জেলার খোকন ঢালির ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল ) দুপুরে মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শেরপুর জেলার জসিম মিয়া নামে এক যুবক বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ল্যান্ড সার্ভেয়ার মো: আবুল খায়েরকে একটি নিয়োগপত্র দেখিয়ে নিশ্চিত হতে চেয়েছেন, য়ে সুপারভাইজার পদে এই নিয়োগ পত্রের অনুকুলে মো: ইসমাইল হোসেন নামে কোন লোক চাকুরিরত আছে কিনা।

ল্যান্ড সার্ভেয়ার মো: আবুল খায়ের বিষয়টি তাৎক্ষনিক ঘটনাটি বন্দর কর্তৃপক্ষের পরিচালক কে (প্রশাসন) অবহিত করেন।

প্রতারণার শিকার মো: জসিম মিয়া এই নিয়োগ পত্র কোথায় পেয়েছে জানতে চাইলে তিনি প্রতারক মো: আজিজুল ইসলামের কথা জানান এবং তার বিশ্বাস অর্জনের জন্য আজিজুল চাকরি দিয়েছেন এরকম একটি ভূয়া নিয়োগ পত্র দেখিয়ে মো: জসিম মিয়ার নিকট থেকে হতে নগত ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা ও বাকি ৭,৫০০০০/- (সাত লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা যোগদানের পরে দেয়া হবে বলে তাদের মধ্যে চুক্তি নামা তৈরী হয় বলেও ল্যান্ড সার্ভেয়ারকে জানায় জসিম মিয়া।

সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম আরো জানান, মোংলা বন্দরের নিরাপত্তা কর্মীদের সহায়তায় প্রতারক আজিজুল ইসলামকে মোংলা বন্দর এলাকা থেকে আটক করে মোংলা থানায় এজাহার দায়ের পূর্বক প্রতারক আজিজুল ইসলামকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: শাহীনুর আলম বলেন, ভুয়া নিয়োগ পত্র তৈরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

এবিষয়টি মোংলা বন্দর কর্তৃপক্ষ দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ কর্তৃক আসামির নামে মোংলা থানায় এজাহার দায়ের করা হয়।

এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম অবৈধ এবং এর জন্য জনসাধারণকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর