জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি : চঞ্চল চৌধুরী
আপডেট: April 14, 2023
|


পয়লা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে উৎসবে শামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। সেই দলের একজন হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলা নববর্ষ উপলক্ষ্যে জানিয়েছেন শুভকামনা।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই বন্ধন চির অটুট থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’