নলডাঙ্গায় আ’লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার

আপডেট: April 16, 2023 |
inbound519894204785007751
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুই হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ঈদুল ফিতরের ঈদ উপহার ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আজ রোববার দুপুরে উপজেলার নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের চত্বরে উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার,ওয়ার্ড পর্যায়ের দুই হাজার নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান,জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম , জেলা যুবলীগের ভারপ্রাপÍ সভাপতি বাসিরুল ইসলাম খান চৌধুরী এহিয়া, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি, নলডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি, আওয়ামীলীগ নেতা তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

পরে একই স্থানে প্রায় ৪ জন হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেন এমপি শফিকুল ইসলাম শিমুল।

Share Now

এই বিভাগের আরও খবর