কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ, রেল চলাচল বন্ধ

আপডেট: April 16, 2023 |
inbound3609513202970500157
print news

কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলায় যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ৭ বগি লাইনচ্যুত হয়েছে।

এ সময় চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা।

জানা যায়, কু‌মিল্লা নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে‌ অবস্থানরত মালবাহী ট্রেনটি ১ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল।

 

Share Now

এই বিভাগের আরও খবর