সিলেটে মধ্যরাতে ছাত্রলীগের কম্বল বিতরণ
মধ্যরাতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের একঝাক নেতাকর্মী। বৃহস্পতিবার দিবাগত রাতে ১২টার দিকে নগরীর চৌহাট্টা ও আলীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী এ উদ্যোগ নেন।
তারা জানান, রাতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে একসাথে বাসায় ফিরছিলেন তারা। এ সময় প্রবল শীতের মাঝেও বেশ কয়েকজনকে খালি গায়ে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাদের মাথায় এ চিন্তা আসে। তাৎক্ষণিক তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে কম্বল কিনে এনে শীতার্তদের হাতে তুলে দেন।
-বৈশাখী নিউজ/Boishakhi News