ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মধ্যাঞ্চল

আপডেট: May 5, 2023 |
ছবি 16
print news

জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩ ।

তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ২টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে।

জাপান রেলওয়ে জানায়, এ ভূমিকম্পের কারণে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাগানো ও কানাজাওয়ার মধ্যে বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

জাপানের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে।

খবর এএফপি

Share Now

এই বিভাগের আরও খবর