নাটোর ৪ আসনে প্রার্থী পরিবর্তনে একটা আ:লীগ এমপি পদপ্রার্থী

আপডেট: May 6, 2023 |

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবীতে সোচ্চার আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী সহ দলের নেতা কর্মী সমর্থকরা ।

বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুসকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দিতে ঐক্যবদ্ধ হয়েছেন বড়াইগ্রাম গুরুদাসপুর দুই উপজেলার এমপি পদপ্রার্থী সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সমবেত হয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন উত্তর পর্বে খোলামেলা বক্তব্য রাখেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী, গুরুদাসপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ।

বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপির বিরুদ্ধে বিগত স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরোধিতা সহ বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে অর্থ আদায় এবং দলকে পরিবার তন্ত্র করার অভিযোগ করে বক্তারা বলেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুসের নিকট বর্তমানে আওয়ামী লীগ নিরাপদ নয়, তার পাশে দলের ত্যাগী নেতাকর্মীরা কেউ নাই তাই আওয়ামী লীগের উন্নয়নের মহাসড়কের ধারা অব্যাহত রাখা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত থাকতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড়াইগ্রাম গুরুদাসপুর নাটোর ৪ আসনে এমপি পদ প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন আগামী দিনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আমরা বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ আসুন (বড়াইগ্রাম গুরুদাসপুর) বর্তমান প্রার্থী পরিবর্তনের কোন বিকল্প নাই।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যানগন দুই উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক সহ সম্মানিত ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন

Share Now

এই বিভাগের আরও খবর