সিংগাইরে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার,চোরাই গরু, অটোরিকশা ও পিকআপ উদ্ধার

আপডেট: May 6, 2023 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একটি গরু, ব্যাটারি চালিত অটোরিকসা ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চর সিংগাইর গ্রামের মানিক, জাহিদুল, কাংশা গ্রামের অনিক ও গোবিন্দল ভোর বাজার এলাকার নুরে আলম।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘বৃহস্পতিবার উপজেলার উত্তর জামশা গ্রামের ছায়েদ আলীর বসতবাড়ি থেকে একটি গরু পিকআপযোগে চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা মূল্যের চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ চোরচক্রের তিন সদস্য মানিক, জাহিদুল ও অনিককে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, সিংগাইর পৌরএলাকার আঙ্গারিয়ায় গরুর হাটের হাসিল ঘরের পাশ থেকে তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত একটি অটোরিকসা চুরি যায়।

এ সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ৭৫ হাজার টাকা মূল্যের অটোরিকসাটি উদ্ধারসহ নুরে আলম নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়।’

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর