বাড়বে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

আপডেট: May 7, 2023 |
Boishakhinews24.net 62
print news

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকায় বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর; তা এখনও বহাল আছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী দু-এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। ‘মোখা’ নামের এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলের ঝুঁকিতে থাকা মানুষ।

সংস্থাটি বলছে, রোববার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড়ে মোখায় রূপ নেবে কি না তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।

এদিকে শনিবার (৬ মে) বিকেলে রাজধানীতে বৃষ্টির দেখা পাওয়া যায়।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৫ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

Share Now

এই বিভাগের আরও খবর