জয়পুরহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হুইপ স্বপন

আপডেট: May 8, 2023 |

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার চড়াকেশবপুর এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

রোববার বিকালে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ, মুরগী, কম্বল, শাড়ি,লুঙ্গি,থ্রি পিসসহ অর্থিক সহযোগিতা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সেসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন তিনি।

এ সময় অতিরিক্তি পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন,আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.ই.এম মাসুদ রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আজ রোববার সকালে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

যা এক নিমিষে ছড়িয়ে পড়ে পাশের ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share Now

এই বিভাগের আরও খবর