মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যু ক্রিকেটারের
মুম্বাইয়ের স্থানীয় একটি টেনিস বলের টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন বৈভব কেসারকার। কিন্তু হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা করে ডাক্তার জানালেন বেঁচে নেই বৈভব। না ফেরার দেশে চলে গেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
টেনিস বলের ওই ক্রিকেট টুর্নামেন্টটিতে বেশ জনপ্রিয় ছিলেন বৈভব। টুর্নামেন্টের নিয়মিত মুখ তিনি। রোববার খেলতে নামলে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন। তখনই সবাই ধরাধারি করে হাসপাতালে নিয়ে যায় তাকে।
হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, মাঠেই হার্ট অ্যাটাক হয়েছিল বৈভবের। হাসপাতালে নেওয়ার আগে মারা গেছেন তিনি।
এ ঘটনায় ডাক্তার সত্যেন ভবেশ্বর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেট খেলার সময় বৈভবের বুকে ব্যথা উঠেছিল। তারপর আমাদের হাসপাতালে আনা হয়। মাঠেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরিবারের কাছে তার মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।’