বগুড়ায় সোনার দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় দুই ভাই গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সোনার দাকানের কর্মচারী নাদিম হোসেনকে ছুরিকাঘাত করার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ মে (মঙ্গলবার) ভোররাতে বগুড়া সদর থানার পুলিশের একটি টিম শহরের মগলিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানা, গ্রেফতারকৃত দুইজন হলো-বগুড়া জেলা শহরের মগলিশপুর এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে আকাশ (২০) ও আরমান (২৩)। মঙ্গবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে সোমবার রাত পৌণে ১২ টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ীর মগলিশপুর এলাকার নাদিম হোসেনকে উপর্যুপরি ভাবে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা নাদিম ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
সে শহরের গলাপট্টির একটি স্বর্ণের দোকানের কর্মচারী। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় নাদিমের মা সাবিনা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আকাশ ও আরমান দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ।