মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা

আপডেট: May 18, 2023 |

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার সকালে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামিক ফাউন্ডিশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট মো. মনিরুল হাসান আহম্মেদ, ইসলামিক ফাউন্ডিশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া, সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, এই কর্মশালাটি সব ধর্মের মানুষের জন্য অতি জরুরি।

কারণ এখানে সম্প্রীতির কথা বলা হয়েছে। মানুষের কথা বলা হয়েছে। মানুষের জন্য আমরা।

তাই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রাখতে এই কর্মশালার প্রসার ঘটাতে হবে। ধর্মের নাম ব্যবহার করে আর কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর