হিরোশিমায় শুরু হয়েছে জি-৭ সম্মেলন

আপডেট: May 19, 2023 |

জাপানের হিরোশিমায় বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি-৭ জোটের শীর্ষ সম্মেলন আজ শুক্রবার (১৯ মে) শুরু হয়েছে।

জোটভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা এতে অংশ নিয়েছেন। এ ছাড়া এই নেতাদের সঙ্গে রয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।

এ ছাড়া শুক্রবার সকালে জানা যায় সম্মেলনে সশরীর যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
গত বছরের মতো এবারও জি-৭ জোটের সম্মেলনের প্রধান এজেন্ডা বা আলোচনার বিষয় হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এবারের সম্মেলনে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা আসবে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অস্ত্র যেন রাশিয়া তৈরি করতে না পারে সে বিষয়টি দেখা হবে। এ ছাড়া আগে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলোতে যেন কোনো ফাঁকফোঁকর না থাকে সেটির ওপর জোর দেবেন জি-৭ জোটের নেতারা।
খবর দ্য গার্ডিয়ান

Share Now

এই বিভাগের আরও খবর