ভাঙ্গায় দুই কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট: May 24, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় একটি কলাবাগান থেকে ৫০ হাজার টাকার গাঁজাসহ মফিজুল মাতুব্বর (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কলাবাগানে গাঁজা লুকিয়ে রেখে বেচতেন এই মাদক কারবারি।গ্রেপ্তার মফিজুল ভাঙ্গা উপজেলার খারাকান্দি গ্রামের জিন্নাহ মাতুব্বরের ছেলে।

বুধবার (২৪ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গার খারাকান্দি এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ মফিজুল মাতুব্বর নামে এক যুবককে আটক করা হয়েছে।

জব্দ হওয়া দুই কেজি গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

ওসি মামুনুর রশীদ আরও জানান, ভাঙ্গা থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর