প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে তোলা ‘চালিতা ফুল’
আপডেট: June 5, 2023
|
মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: প্রকৃতি প্রেমি মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দৃষ্টান্ত।
মাস কয়েক আগে গণভবনে চ্যানেল আই এর ধারণ করা সচিত্র প্রতিবেদনে ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর এই প্রেম।
লেক ভরা মাছ, মাঠ ভরা ফসলে ভরা প্রধানমন্ত্রীর গণভবন। কি নেই সেখানে আবহমান গ্রাম বাংলার মনোমুগ্ধকর এক অপূর্ব নিদর্শন এই গণভবন।
যা আছে সেখানে, প্রায় সব কটিতেই লেগেছে প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া।
অদ্য প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে ধারণ করা একটি মনোরম চালিতা ফুলের ছবি দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের, ওনার সহকারী প্রেস সেক্রেটারি এম এম ইমরুল কায়েস রানার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে।
সেখানে দেখা যাচ্ছে কয়দিন আগে ফটো তোলা সেই মনোরম চালিতা ফুলটি এখন ফলে পরিণত হয়েছে।