বগুড়ায় জাল টাকার নোটসহ গ্রেফতার ১

আপডেট: June 6, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৫০(পঞ্চাশ) হাজার টাকার জাল নোটসহ সচীন চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (০৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার,একটি আভিযানিক টিম শাজাহানপুর উপজেলার সরকারি শাহ সুলতান কলেজের সমনে অভিযান পরিচালনা করে ৫০(পঞ্চাশ) হাজার একশত টাকার জাল নোটসহ সচীন চন্দ্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শচীন চন্দ্র গাইবান্ধা জেলা জেলা খোলাহাটি এলাকার মৃত- রাস মহন্তের ছেলে।

মঙ্গলবার সকালে র‍্যাব-১২ বগুড়ার দায়িত্ব প্রাপ্ত অফিসার নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন,কোরবানির ঈদকে সামনে রেখে সচীন জাল টাকার নোট নিয়ে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে অবস্হান করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইখানে অভিযান পরিচালনা করা হয়।, অভিযানে সচীনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার একশো টাকার জাল নোট এবং একটি সিমকার্ড ও একটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সচীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর