কালাই মাঠে পড়েছিল মাদরাসা প্রতিষ্ঠাতার মরদেহ

আপডেট: June 11, 2023 |
inbound7167518798583428900
print news

এম,এ.জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি: কালাই উপজেলায় মাঠ থেকে সিরাজুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

রোববার (১১ জুন) সকালে মাঠে ভেড়া চড়াতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়।পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও কাথাইল পাকুরিয়া সিরাজুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা।

পরিবার সূত্রে জানা গেছে,গত কয়েক দিন আগে থেকে মাদরাসার হিসাব নিকাশ চাওয়াকে কেন্দ্র করে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বাকী, মতিন ও আরাবুলের সাথে কথা কাটাকাটি চলছিল।

এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে ওই প্রতিষ্ঠানে সকলের সামনে সিরাজুলকে মারপিট করেন বাকী।

নিহত সিরাজুলের ছোট ভাই জানান, অনেক কষ্ট করে আমার বড় ভাই মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন। সেই মাদরাসার হিসাব নিকাশ এখন মাঝে মধ্যে চাইতে গেলেই তারা তেরে আসেন।

বাকীসহ আরোও কয়েকজন আমার বড় ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে।এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ওসি।

Share Now

এই বিভাগের আরও খবর