জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর আসামীর ফাঁসি

আপডেট: June 11, 2023 |
image 2
print news

এম.এ.জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পরে হুমায়ুন নামে এক আসামীকে ফাঁসি দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জুন) আনুমানিক দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হুমায়ুন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

অপরদিকে এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত আরও ৬ আসামিকে খালাস দিয়েছেন ।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নাওডোবা রাই গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দীনের মেয়ে নাছিমার প্রেমের সম্পর্ক থাকায় তাদের সম্পর্কের বিষয়টি মেয়ের পরিবার মেনে নিতে পারেনি।

এরই জেরে ২০০০ সালের ১৪ জুন রাতে সালিশের নামে হুমায়ুনসহ কয়েকজন আব্দুর রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।এরপর তারা তাকে পিটিয়ে বিষাক্ত ওষুধ মেশানো পানি পান করালে তিনি অসুস্থ হয়ে পড়েন।সংবাদ পেয়ে স্বজনরা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন আব্দুর রাজ্জাক মারা যান।

এ ঘটনায় ওই বছরের ২৮ জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা রুজু করেন নিহতের মা। পুলিশ তদন্ত শেষে ৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন এবং মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় হুমায়ুনকে ফাঁসি ও অর্থদণ্ড দেন আদালত আর অভিযোগ প্রমাণ না হওয়ায় একই মামলা থেকে অপর ৬ আসামি খালাস পেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর