ভক্তকে বুকে টেনে নিলেন শাকিব

আপডেট: June 12, 2023 |
biggan 6
print news

রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী অভিনেতা শাকিব খান।

এখানেই ঘটে গেল এক আজব ঘটনা। শাকিব খান মঞ্চে উঠে অন্যান্য অতিথিদের সঙ্গে দাঁড়াতেই দর্শকসারি থেকে এক ভক্ত দৌঁড়ে ছুটে আসেন। আর মঞ্চে উঠেই শাকিবের পায়ে লুটিয়ে পড়েন।

এমন ঘটনায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন এ জনপ্রিয় অভিনেতা।
শাকিব খানের পাশেই ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি শাকিব খানের প্রতি ভক্তদের এমন উন্মাদনা দেখে তাজ্জব হয়ে যান। এদিকে দ্রুত শাকিব ওই ভক্তকে টেনে তোলার চেষ্টা করেন।

এ সময় অন্যান্য স্বেচ্ছাসেবীরা এসে পড়েন এবং ঘটনা সামাল দেন। শাকিবও ওই ভক্তকে বুকে জড়িয়ে ধরেন।
প্রিয় অভিনেতা, স্বপ্নের নায়ককে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ভক্ত। অবশ্য শাকিব খানও তাঁকে ভালোবাসা দিতে ভোলেননি।

তাঁর বক্তব্য প্রদানের সময়ও কথা বলেছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

আসন্ন ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। এরই ফাঁকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান তিনি। সেখানেও প্রিয়জনকে সাথে নিয়ে প্রিয়তমা দেখার আহবান জানান সকলকে।

Share Now

এই বিভাগের আরও খবর