আফগানিস্তানে বোমা বিস্ফোরণ নিহত ২৭
আপডেট: January 8, 2019
|
আফগানিস্তানে তালেবান বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২৭ জন সদস্য নিহত হয়েছে। এদিকে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক জানান, তালেবান সন্ত্রাসীদের হামলায় ১৪ জন পুলিশ ও আরো ৭ জন সদস্য নিহত হওয়ার পাশাপাশি ৯ আহত হয়েছেন। এদিকে তালেবান গোষ্ঠীর মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি সরকারি বাহিনীর পক্ষে ৩৪ জন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া এসময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে বলেও জানান তিনি।