ববির খুলনা জেলা ছাত্রকল্যান সমিতির নেতৃত্বে উচ্ছ্বাস-ফাহিম

আপডেট: June 21, 2023 |
inbound1968838138314214503
print news

আসিব হাসান,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের খুলনা জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে,ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের উচ্ছ্বাস কর্মকারকে সভাপতি ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের সাদনান হোসেন ফাহিমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি:স্বাক্ষর বাছাড়,ভবেষ মন্ডল,আবু রায়হান,সাগর নূর,শেখ রাকিবুর রহমান রাহাত,মোঃ বাকি বিল্লাহ,রাকিবুল ইসলাম,মুশফিক হোসেন,সাকিব শাহরিয়ার ফারদিন,পিয়াংকা রায়

যুগ্ম সাধারন সম্পাদক:অভীক দে সাম্য,তানভীর লিওন,সাদিয়া মীম,নিলয় বণিক, নয়ন বিশ্বাস

সাংগাঠনিক সম্পাদক: প্রান্ত দেবনাথ, সামিন ইয়াসার হৃদয়,মিলন সরদার,ফাহিম রহমান,মোঃ মেহেদী হোসেন।

এছাড়াও বিভিন্ন পদে দ্বায়িত্ব পেয়েছেন একাধিক বিভাগের শিক্ষার্থীরা

এবিষয়ে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাদনান ফাহিম বলেন, খুলনা জেলা এসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয় এর অন্যতম বড় একটি এসোসিয়েশন, অন্য এসোসিয়েশন এর তুলনায় আমদের এসোসিয়েশন অনেক দিক দিয়ে পিছিয়ে আছে এটা অস্বীকার করা যাবে নাহ।

আমরা আমাদের সাংগঠনিক কাজকে নতুন করে সচল করে এসোসিয়েশনকে আশার আলো দেখাতে চাই।আশা করছি সবাইকে পাশে পাবো।

Share Now

এই বিভাগের আরও খবর