চাকরি থাকুক বা না থাকুক, আমি দুর্নীতি করবো না: কুবি উপাচার্য


এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী অভিযান-২০২৩ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালির প্রতিপাদ্য বিষয় হল ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’।
বুধবার (২১ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের নানা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। আমি আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি দুর্নীতি রোধ করতে। আমি অফিসে আসি না কিন্তু বেতন নিচ্ছি এটাকেই বলে দুর্নীতি। দুর্নীতির জন্য পেনাল্টি দেওয়াই যায় কিন্তু এথিক্স, মোরালিটি, ভ্যালু এই তিনটি জিনিস না থাকলে দুর্নীতি আইন দিয়েও বন্ধ করা যাবে না। আমার চাকরি থাকুক বা না থাকুক, আমি দুর্নীতি করবো না। যারা কাজ করবে তাদের অবশ্যই রিওয়ার্ড দিবো কিন্তু কাজ না করলে কোনো প্রমোশন হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা এই বছর থেকে শুদ্ধাচার পুরস্কার চালু করবো। যারা ভালো কাজ করবে তাদের এই পুরস্কার দেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, ‘আজকে র্যালিটা মূলত সচেতনতা বৃদ্ধির লক্ষে। দুর্নীতি যে খারাপ কাজ এই ধারণা সমাজে ফিরিয়ে নিয়ে আসা। সচেতনতা বৃদির পথ হচ্ছে নিজে আগে বিরত থাকা। বাংলাদেশের দুর্নীতি এমন পর্যায়ে দাড়িয়েছে পানের দোকানে পান নিতে গেলে অন্যমনস্ক হলেই পচা সুপারি দিয়ে দেয়। আমরা আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলব যাতে তারা যখন কর্মক্ষেত্রে যাবে তখন যেন দুর্নীতি থেকে বিরত থাকে তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষক-শিক্ষার্থীরা তো সচেতন, সেই জায়গা থেকে আমাদেরকে দুর্নীতি পরিহার করতে হবে। কেউ যদি পাঁচ টাকা চুরি করে ওই পাঁচ টাকাও দুর্নীতি। কারণ ওই টাকাটা দিয়েও দেশকে উন্নয়ন করার সুযোগ আছে। সারাদিন দুর্নীতির নাম আউড়ালেই হবে না, দুর্নীতি পরিহার করার চেষ্টা সবার করতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহা: হাবিবুর রহমান বলেন, ‘নীতি বহির্ভূত যেকোনো কাজই দুর্নীতি আমার কাজটি যদি আমি ঠিকমতো করতে পারি সেটি নীতি কিন্তু যদি না করি সেটা দুর্নীতি। দুর্নীতি দুর করতে মিথ্যা কথাও পরিহার করতে হবে। সত্যের পথে থাকলে দুর্নীতি রোধ করা সম্ভব।’
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, র্যালির আয়োজক এবং বিশ্ববিদ্যলয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা: হাবিবুর রহমান।
এছাড়াও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষকরা।