বরগুনায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা
আপডেট: January 9, 2019
|
বরগুনায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সেই ছেলের নাম শামীম ইমতিয়াজ বাদশা। সে ওই এলাকার বাসিন্দা সোহরাব মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা সোহরাব মৃধাকে মারধর করে প্রতিপক্ষের আল-আমিন গাজী, জাকারিয়া, ঘটনার প্রধান হোতা মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু। এ ঘটনা শুনে বাদশা বাবাকে মারধরের প্রতিবাদ করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামে ঘটনাটি ঘটে। বাদশা’র উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।