যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আপডেট: July 4, 2023 |
inbound4174312119789529169
print news

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। দুই শিশুসহ আহত হয়েছেন আরও কয়েকজন জন।

এর আগে বিবিসি জানিয়েছিল, এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কিংসেসিং এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

সিএনএন জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে।তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যালিস্টিক ভেস্ট পরা ছিলেন। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পেয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার ঠিক আগে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্রের কাছে ঘটনার বিষয়ে বিবিসি নিউজ জানতে চাইলে, তিনি হতাহতের বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করতে অস্বীকার করেন।

এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

Share Now

এই বিভাগের আরও খবর