বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো তিনটি ঘর

আপডেট: July 5, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা শহরের বৃন্দাবন পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ির তিনটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দিবাগত ভোর রাত সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকায় রাজিবুল হকের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক রাজিবুল হকের দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধীক টাকার কথা জানানো হয়েছে।

বাড়ির মালিক রাজিবুল হক মিলটন বলেন,তার স্ত্রী রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে আগুন দেখতে পেয়ে সবাইকে ডাকাডাকি করে।

এতক্ষণে টিনসেড বাড়িটির ৫ টি ঘরের মধ্যে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তাদের নগদ টাকা, বাড়ির দলিল ও ঘরের জিনিসপত্র সহ পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ভোর রাতে আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্হে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করে। আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি ঘর এবং ঘরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে।

এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে করছি।তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর