জয়পুরহাটে অসচ্ছল ও আহত ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ

আপডেট: July 5, 2023 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার অসচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সালেহীন তানভীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, সহকারী কমিশনার হাবেল উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন ক্রীড়াঙ্গনের ফুটবল, ক্রিকেট, কাবাডি, হকি, রেফারি ও অন্যান্য ১৫ জন ক্রীড়াসেবীদের মাঝে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জয়পুরহাটের ক্রীড়াঙ্গনকে কিভাবে আরো বিকশিত করা যায় সেই পরামর্শ দেন এবং তরুণ প্রজন্মকে কিভাবে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা যায় সে বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর