প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: July 9, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাতে চাওয়ায়, হত্যার হুমকির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফরিদপুর আদালত।

আজ রবিবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে চাঁদকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ১নং আমলী আদালতে হাজির করা হয়।

এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক তরুন বাছার উভয় পক্ষের আইনজীবির শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

অপরদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অন্য এক আওয়ামী লীগ নেতার দায়ের করা আরেক মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার দেখানো হয়েছে।

পরে চাঁদকে পুলিশী প্রহরায় ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়।

বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করার সময় ফরিদপুর জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্লোগানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির তীব্র নিন্দা এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান৷

এসময় আদাল প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে রাজশাহী বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেবার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এই মামলায় তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর