আগামী পাঁচ বছরে বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যেতে চাই

আপডেট: January 17, 2019 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,সরকার গঠনের পর থেকেই সব সময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখতে। কেননা, জনগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে চলেছে তা অব্যাহত রেখে আগামী পাঁচ বছরে বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যেতে চাই । আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। দুর্নীতি যেন কোনো পর্যায়ে না হয়।

Share Now

এই বিভাগের আরও খবর