সিংগাইরে দুই মাদক কারবারি আটক
আপডেট: July 12, 2023
|


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে মাদক কারবারি আপন দু’ভাইকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১২ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ।
আটককৃতরা হলেন,উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত.ওহেদ আলীর ছেলে মেঘু মিয়া(৪৪) ও লেবু মিয়া(৪২)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ধল্লা ইউনিয়নের গুচ্ছগ্রামের আকতারের বাড়ির সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে দেড়’শ ইয়াবা ট্যাবলেটসহ আপন দু’ভাইকে আটক করেন।
এ ব্যাপারে ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।