সিংগাইরে সেই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত


সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আরিফুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো.গোলাম মোস্তফা এতে সভাপতিত্ব করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির কোঅপ্ট সদস্য মো.কহিনুর রহমানের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ তার বক্তব্যে বলেন,কোনো ব্যক্তির কাছে একটি প্রতিষ্ঠান জিম্মি হতে পারে না।
উনার প্রত্যেকটি অপকর্মেরই শোকজ করা যায়। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে তার দুর্নীতির দায়ে একাধিক শোকজ করতে পারে। পরবর্তীতে সন্তোসজনক উত্তর পাওয়া না গেলে বরখাস্ত ও করতে পারবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,নারায়নগঞ্জের হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.আব্দুল লতিফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান,সিনিয়র সহকারি শিক্ষক হাকিম আলী মোল্লা,সহকারি শিক্ষক মো. ছাইদুর রহমান।
স্থানীয় গন্যমান্যদের মধ্যে বক্তব্য দেন, নোয়াব আলী,গাজীউল হাসান,মহিদুর রহমান,মুনছের আলী,আব্দুস ছামাদ,সজীব আহাম্মেদ,শাহীনুর রহমান,খোরশেদ আলম,কোহিনুর ইসলাম ছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাদের,সাখাওয়াত হোসেন,মবজেল হোসেন,সুরুজ মিয়া,শিক্ষক প্রতিনিধি মবজেল হোসেন,সিংগাইর প্রেসক্লাব সেক্রেটারী এবং ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ,ও ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আরিফুর রহমানকে স্কুল থেকে দ্রুত বহিষ্কারের জোর দাবী ও জানান ।
বিভিন্ন অজুহাতে প্রধান শিক্ষক উপস্থিত না হলে ও এ তদন্তানুষ্ঠান ও গণশুনানিতে প্রায় শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ মে বৈশাখী নিউজ ২৪ ডটনেট অনলাইন পোর্টালসহ একাধিক গণমাধ্যমে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ঘর বিক্রি ও এফডিআরের টাকা আত্মসাৎ,শিক্ষক – কর্মচারী নিয়োগে অনিয়ম- দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি এবং সাংবাদিকদের হুমকিসহ বিভিন্ন অভিযোগে খবর প্রকাশের জেরে এ তদন্ত কার্যক্রম ও গণশুনানী অনুষ্ঠিত হয় ।