নাটোরে দুই শিশু সন্তান রেখে টাকা-গহনা নিয়ে গৃহবধূ উধাও

আপডেট: July 14, 2023 |
inbound8254674204136347427
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে দুই শিশুসন্তানকে রেখে ৬দিন ধরে নিখোজ রয়েছেন গৃহবধূ রুনা বেগম। স্বামীর দাবি নগদ টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নাটোর শহরের দিয়ারভিটা মহল্লার রুনার স্বামী জহুরুল ইসলাম। ।

জহুরুল ইসলাম জানান, ১২ বছর পূর্বে শহরের দিয়ারভিটা সাইফুল ইসলামের কন্যা রুনা বেগমকে বিয়ে করেন কান্দিভিটুয়া এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ।

এই দম্পতির জিম (১০) ও রোজা (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে ।গত ৭ জুলাই দুপুর ১ টায় শিশু কন্যাদুটি দাদীর বেড়াতে গেলে কাউকে না জানিয়ে রুনা বেগম নগদ ২ লাখ ২০ হাজার এবং সাড়ে ৩ ভরিস্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছেন।

উধাও হওয়ার ৬দিন ধরে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।আত্মীয় -স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে এই বিষয়ে স্বামী জহুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, তাঁর সংসারে ১০ ও ৬ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী তাদের ফেলে রেখে ঘরে থাকা টাকা পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে।

মায়ের জন্য কান্না করতে করতে মেয়ে দুটি অসুস্থ হয়ে পরেছে ।বড় মেয়ে জিম এখন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে ।

সম্ভবত ফেসবুকের কোন প্রেমিকের সাথে পালিয়েছে । আমার দীর্ঘদিনের জমানো সহায় সম্বল সব শেষ। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর