ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ক্যান্সারে আক্রান্ত

আপডেট: January 18, 2019 |
print news

ভারতের অর্থ ও করপোরেট-বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি থাইয়ের সফট টিস্যু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে রবিবার আমেরিকা গেছেন। অবিলম্বে অপারেশন করতে হবে তার। ফলে আগামী ১ ফেব্রুয়ারি ভারতের সংসদে তার অন্তর্বর্তী বাজেট পেশ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এই বাজেটই হবে বর্তমান মোদি সরকারের শেষ বাজেট। লোকসভার ভোট শেষে নতুন সরকার গঠনের পর পেশ হবে সাধারণ বাজেট। টাইমস অব ইন্ডিয়া।

গত বছরই কিডনি প্রতিস্থাপন করানো জেটলির আমেরিকায় অপারেশন হয়ে ১ ফেব্রুয়ারির মধ্যে সুস্থ হওয়া ও দেশে ফিরে বাজেট পেশ করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভোগা জেটলি যে গুরুতর অসুস্থ, তাতে সন্দেহ নেই। বিজেপির উদ্বেগ বাড়িয়ে জ্বর নিয়ে এইমসে ভর্তি হয়েছেন ভারতের আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকরও।

Share Now

এই বিভাগের আরও খবর