রাশিয়ার দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আপডেট: January 18, 2019 |
print news

রাশিয়ার সু-৩৪ মডেলের দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাপান সাগরের ওপর ট্রেইনিং ফ্লাইট চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি।

দুর্ঘটনায় পাইলটরা বেঁচে আছেন না মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার আগে তারা বিমান থেকে নেমে পড়েছিলেন।

দেশটির সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ট্রেইনিং ফ্লাইট চলাকালে দুর্ঘটনাটি ঘটে। তবে বিমান দুটি কোনো ধরনের অস্ত্র ছিল না। পাইলটদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে এন-১২ বিমান ও দুটি এমআই-৮ হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর