নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তির আগুন নিয়ন্ত্রণে

সময়: 10:13 am - January 21, 2019 | | পঠিত হয়েছে: 8 বার

প্রায় ৪ ঘন্টা পর নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২১ জানুয়ারি) ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে।

মণ্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর