রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

আপডেট: July 25, 2023 |
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্থানীয় এমপি বজলুল হক হারুন মৎস্য সপ্তাহ’র শুভ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে ভার্চুয়ালী উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মো. মোজ্জাম্মেল হক।

এছাড়াও এ সময় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য জীবি ভাইয়েরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে সড়ক র‌্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণে অংশ নেয় অতিথিরাসহ উপস্থিত সকলে।

Share Now

এই বিভাগের আরও খবর