চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট: July 26, 2023 |
inbound8387872392206918681
print news

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছে। এইসময় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো ৩ জন।

বুধবার ভোরে উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়ির ড্রাইভার কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে মাহবুব (৩৫), গাড়ির যাত্রী একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মনির (৪৫)। আহতরা হলেন- গাড়িতে থাকা যাত্রী নিহত মনিরের স্ত্রী মৌসুমী, তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেটকারচালক মাহবুব ও যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

 

Share Now

এই বিভাগের আরও খবর