জঙ্গি মর্জিনার বোনসহ ৩ জনকে কারাগারে প্রেরণ

সময়: 10:13 pm - January 22, 2019 | | পঠিত হয়েছে: 10 বার

সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহলে আলোচিত জঙ্গি বিরোধী অভিযানে নিহত জঙ্গি মর্জিনা বেগম ওরফে মার্জিয়ার বোন আর্জিনা বেগমসহ তিন জনের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আসামিদের সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ১৮ জানুয়ারি পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে একই আদালত আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত মর্জিনা বেগমের বোন আর্জিনা বেগম, তার স্বামী জসিম উদ্দিন ও প্রতিবেশী বান্দারবনের নাইক্ষ্যংছড়ির মোহাম্মদ হাসানকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারের নির্দেশ দেন।

পরদিন ১৮ জানুয়ারি পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে পিবিআই তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে মামলায় সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার সারোয়ার জাহান।
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় আতিয়া মহলে অভিযান শুরু হয়। একপর্যায়ে সেনাবাহিনীর প্যারাকমান্ডো অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে জঙ্গি মুক্ত করে আতিয়া মহল। ওই অভিযানে জঙ্গি মর্জিনা বেগম ওরফে মার্জিয়াসহ ৪ জন নিহত হন। এছাড়া আতিয়া মহলের বাইরে জঙ্গিদের গ্রেনেড হামলায় র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর