পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসানোর কাজ শুরু

পদ্মা সেতুর ৭ম স্প্যান  খুঁটিতে বসানোর কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে স্প্যানটি জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নং পিলারের উপর বসানো হচ্ছে।

১৫০ মিটার লম্বা ও প্রস্থ ১৩ মিটার বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে উঠানো হচ্ছে। স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হবে।

এছাড়া মাওয়া পয়েন্টে একটি স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর মোট দৃশ্য মান ১০৫০ মিটার। ৪২টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে। গত বছর অক্টোবরে প্রথম ও ১১ মার্চ তৃতীয় স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছিল জাজিরা প্রান্তে। চতুর্থ এবং পঞ্চম স্প্যানটি ৪০-৪১ ও ৪২ খুঁটির মাঝে উঠানো সম্পূর্ণ করেছিল সেতু বিভাগ। পঞ্চম স্প্যান বসানোর পর ৭৫০ মিটার দৃশ্যমান হয়। ৬ষ্ঠ স্প্যান বসানো হলে জাজিরা প্রান্তে ৯০০ মিটার মাওয়া প্রান্তে ১৫০ মিটার মোট ১০৫০ মিটার দৃশ্যমান হবে।