চৌদ্দগ্রামে নিহতদের পরিবার পাবে ১ লাখ, আহতরা ৫০ হাজার

আপডেট: January 26, 2019 |
print news

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় দেবে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে ঘুমন্ত শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়লে ১৩ জন নিহত হন।

নিহতরা হলেন- জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৩০), তপন চন্দ্র রায় (২৫), মো. সেলিম (২৮), বিপ্লব (১৯), শংকর চন্দ্র রায় (২২), দীপু চন্দ্র রায় (১৯), অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের মোরসালিন (১৮), মো. মাসুম (১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), মৃণাল চন্দ্র রায়(২১), রাজবাড়ি গ্রামের বিকাশ চন্দ্র রায় (২৮) ও কলেক চন্দ্র রায় (৩৫)।

Share Now

এই বিভাগের আরও খবর